• শিরোনাম

    ভোলায় মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু ।

     মীর বোরহান অভি ভোলা জেলা প্রতিনিধিঃ | রবিবার, ২৭ মার্চ ২০২২ | পড়া হয়েছে 101 বার

    ভোলায় মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু ।

    apps

    ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে দিবসের প্রত্যুষে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা চত্বরে নির্মিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী। এছাড়া বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ এসময় শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে শহিদদের উদ্দেশ্যে মোনাজাতের আয়োজন করা হয়। এরপর যুগীরঘোলে অবস্থিত বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের বীর শহিদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মোনাজাত করেন মান্যবর জেলা প্রশাসক মহোদয়। সকাল ৮.১৫ ঘটিকায় ভোলার ঐতিহ্যবাহী গজনবী স্টেডিয়ামে মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলনের পর জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার, ভোলা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম-সেবাকে সাথে নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের প্যারেড পরিদর্শন করেন।বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ সময়: ১২:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ