কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 88 বার
ভোলা জেলার মনপুরা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।আজ(শুক্রবার ) বিকাল ৫ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম।
মনপুরা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরের উপস্থাপনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক গন। উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাংগঠনিক সম্পাদক সহ উপজেলা যুবলীগের সকলেই উপস্থিত ছিলেন ।
এসময় উপজেলা যুবলীগের প্রতিটি ইউনিয়ন থেকে এলাকার নেতা কর্মীরা বিশেষ বর্ধিত সভায় মিছিল সহকারে উপস্থিত হন।
বাংলাদেশ সময়: ১০:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel