মনজুরুল ইসলাম | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী বলেছেন ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের মাধ্যমে সমগ্র বাংলাদেশের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম নিরীক্ষা করা হবে।
রোববার বিকেলে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
ভূমি সচিব আরও বলেন, নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্বলতা চিহ্নিত করে এর কর্মক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে সঠিক ভূমি সেবা নিশ্চিত করার জন্যে মাননীয় ভূমিমন্ত্রী ডিজিটাল মনিটরিং সেল গঠনের নির্দেশ প্রদান করেন। খুব শীগগিরই এর কার্যক্রম পুরো দমে শুরু হবে।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনাসহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার প্রধান কিংবা তাঁদের প্রতিনিধি ও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।
Posted ১২:১০ অপরাহ্ণ | সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।