
অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট
রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বিভাগীয় এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে ২০২৪ তারিখ বুধবার সকাল ১০ টায় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, রাজশাহী বিভাগ, রাজশাহী এর সম্মেলন কক্ষে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয়, রাজশাহী বিভাগ কর্তৃক আয়োজিত এ এডভোকেসি সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল, বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা, দেওয়ান মোহাম্মদ মোরশেদ কামাল ও পুলিশ সুপার (অপারেশন্স) রাজশাহী রেঞ্জ, মনিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন পরিচালক (স্বাস্থ্য), রাজশাহী বিভাগ,
ডা. মো: আনোয়ারুল কবীর।
এছাড়া সভায় বিভাগীয় এডভোকেসি কমিটির সদস্যবৃন্দ, বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জনবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রাজশাহী বিভাগে ২০২৪ সালে ভিটামিন-এ ‘প্লাস ক্যাম্পেইনের আওতায় ১৪৩০৮টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লক্ষ ৫১ হাজার ৮’শ ৯৭ জন শিশু কে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ লক্ষ ৬১ হাজার ৬’শ ৯৪ জন শিশুদের লাল রঙের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন খাওয়ানো হবে। ১ জুন ২০২৪ তারিখ শনিবার একযোগে বিভাগের প্রতিটি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।