আবু নাঈম | বুধবার, ২০ মার্চ ২০২৪ | প্রিন্ট
শিল্পাঞ্চল ভালুকা মডেল থানায় মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মডেল থানা সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপজেলার সকল বিষয় নিয়ে থানার অফিসারদের সাথে মত বিনিময় করা হয়। এ সময় থানার ওসি শাহ কামাল আকন্দ অফিসারদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, আসন্ন ইদুল ফিতর উপলক্ষে ভালুকার সকল বাজার ও মার্কেটে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। এজন্য তিনি ভালুকার সকল ব্যাবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আরও বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।
Posted ১০:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।