
এম রহমান মামুন, ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি | সোমবার, ১৫ মার্চ ২০২১ | পড়া হয়েছে 159 বার
ভালুকায় সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ভালুকায় রাস্তা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে চারটায় মানববন্ধন, বিক্ষোভ শেষে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করা হয়। উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এবং সিডস্টোর বাজার এলাকায় ঘন্টাব্যাপী মহাসড়কে বিক্ষুব্ধ হাজার হাজার জনতা রাস্তায় দাঁড়িয়ে এবং শুয়ে পড়ে মহাসড়ক অবরোধ করেন।
এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ভালুকার শিল্পাঞ্চল হবিরবাড়ী ইউনিয়নের প্রতিটি রাস্তাঘাট দীর্ঘ এক যুগ ধরে বেহাল থাকার পরও সংস্কার করছে না এলজিইডি। সড়কগুলো দ্রুত সংস্কার করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, স্থানীয়রা রাস্তা সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ফোরলেন অবরোধ করেন। তবে যাত্রী সাধারনের কাথা চিন্তা করে বিকেলে সাড়ে পাঁচটার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বাংলাদেশ সময়: ২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel