
এম রহমান মামুন, ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি | সোমবার, ০৮ মার্চ ২০২১ | পড়া হয়েছে 210 বার
ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস পালন
করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে সমতার বিশ্ব।এই প্রতিপাদ্য বিষয়কে সমানে রেখে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভালুকায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। ৮ মার্চ সোমবার সকাল ১০টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভালুকা উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদ, হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নিনা ও রহিমা আফরোজ শেফালী।
বাংলাদেশ সময়: ৬:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel