অনলাইন ডেস্ক | বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 387 বার
নবকন্ঠ ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে দুই মাসের শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টির কারণে একটি প্রাচীর ভেঙ্গে পড়ায় এ ঘটনা ঘটেছে। মৃহদেহগুলো এখনো ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তেলেঙ্গানার ১৪ টি শহরে বৃষ্টির প্রভাব শুরু হয়েছে। হায়দ্রবাদেরও অনেক জায়গা প্লাবিত হয়েছে। ৪৮ ঘন্টার এই ভারী বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হয়ে গেছে তেলেঙ্গানা রাজ্য।
বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপের কারণে মূলত অন্ধ প্রদেশ,তেলেঙ্গানা ও উড়িষ্যায় ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বাংলাদেশ সময়: ১:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel