বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমী পুরস্কার পেলেন নরসিংদীর হিমেল

  |   মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০   |   প্রিন্ট

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমী পুরস্কার পেলেন নরসিংদীর হিমেল

নিজস্ব প্রতিবেদক: খন্দকার নাফিজ ইমতিয়াজ হিমেল, নরসিংদী শহরের ব্রাহ্মন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয় ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের প্রাক্তন ছাত্র। লেখাপড়া ও সংগীত দুই ক্ষেত্রেই মেধাবী এ তরুণ ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ সংগীতে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে দেশে ফিরেছেন। সংগীতের উপরে ভারতে উচ্চ শিক্ষা গ্রহণকালে তার সেরা অর্জন পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমী পুরস্কার প্রাপ্তি। ভারত সহ বিভিন্ন দেশের সংগীত প্রতিভাদের অংশগ্রহণে ২০১৯ সালে আয়োজিত এ প্রতিযোগিতায় খন্দকার নাফিস ইমতিয়াজ হিমেল লোক সংগীতে ২য় স্থান অর্জন করেন। নরসিংদী শহরের ১৪১/১ পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার খন্দকার নাসির উদ্দিন আহমেদ ও মিনারা বেগমের সন্তান হিমেল নরসিংদী শহরের ব্রাহ্মন্দী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে ২০১৪ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। লেখাপড়ার পাশাপাশি তৎকালীন জেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক প্রয়াত কেশব ঘোষ এর কাছে তার সংগীতের হাঝেখড়ি। তারপর সংগীত চর্চা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সিনিয়র ক্লাসিক্যাল মিউজিক ইনস্ট্রাক্টর বাংলাদেশ বেতার ও বিটিভির সংগীত পরিচালক শহীদুজ্জামান স্বপন এর তত্বাবধানে। সাউন্ড কিং এর লিটন ভূইয়ার কাছ থেকে তবলায়ও তালিম নিয়েছেন এই কৃতি সংগীত শিল্পী। ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ক্লাসিক্যাল মিউজিকের উপর ১৫ দিনের কর্মশালায় অংশ নিয়ে অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করেছেন এই তরুণ। উচ্চাঙ্গ সংগীতে জেলা পর্যায়ে ৪ বারের উত্তম মানের অধিকারী হিমেল ২০১১ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রৌপ্য পদক অর্জন করে জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরীর হাত থেকে প্রদক গ্রহণ করেন। হিমেল ২০১৫ সালে ভারতের রবীন্দ্র- ভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চাঙ্গ সংগীতে অনার্স কোর্সে ভর্তি হন। সম্প্রতি তিনি উচ্চাঙ্গ সংগীতে মাষ্টার্স সম্পন্ন করে দেশে ফিরেছেন। এ প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারিতায় খন্দকার নাফিস ইমতিয়াজ হিমেল শুদ্ধ সংগীত চর্চায় নতুন প্রজন্মকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৬:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins