এনামুল হক,শেরপুরঃ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | প্রিন্ট
বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় আর ভালোবাসায় সারা দেশের সকল পুলিশ ইউনিটের ন্যায় শেরপুর জেলা পুলিশ যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে স্মরণ করে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২২’ দিবসটি পালিত হয়েছে। ১লা মার্চ দিবসটি উপলক্ষে শেরপুর জেলা পুলিশ লাইনস্ এ স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে প্রয়াত শহীদ পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী,শহীদ পুলিশ পরিবারের সদস্যগণ এবং জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার ইনচার্জগণ। অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ উদ্দেশ্য জেলা পুলিশ একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে উঠে। পরে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি সম্মান জানান এবং তাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পুলিশ লাইনস্ ড্রিল সেডে পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী এর সভাপতিত্বে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী শেরপুর জেলার পুলিশ সদস্যদের পরিবারবর্গকে উপহার সামগ্রী ও স্বীকৃতি স্মারক প্রদান করেন পুলিশ সুপার। জেলা পুলিশের আরও-১ মোহাম্মদ হুমায়ুন কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া,সহকারী পুলিশ সুপার(সিআইডি) সৈয়দ আলম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুলিশ লাইনস্ মেসে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১লা মার্চ পালন করা হচ্ছে।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।