মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
আগামী ৫ ডিসেম্বর পঞ্চমধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় ১০ ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্ধদ্ধীতাকারী সকল চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীদেরকে নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আনসার ও ভিডিপির জেলা কমান্ডার মোঃ আবদুল্লাহ আল হাদী, বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ রফিকুল ইসলাম, র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানীর অধিনায়ক রাফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম। সভায় নির্বাচনী আচরনবিধি পাঠ করে প্রার্থীদেরকে শোনান জেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান। সভায় বক্তারা সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে তাদের কার্যক্রম পরিচালনার আহবান জানিয়ে বলেন, যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ১২:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।