ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার দুপুরে নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজদ্দিন জামির উপর উপর হামলা ও প্রেসক্লাব ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় ছিলেন বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, প্রেসক্লাব সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম, সহ সভাপতি ইব্রাহীমম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সিটিভির সিইও রবিন সাইফ, সাংবাদিক আব্দুল হাদী, মিঠু সূত্রধরপলাশ, শফিকুল ইসলাম বাদল।
উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম বাবু, পিয়াল হাসান রিয়াজ, সেলিম রেজা, মনির হোসেন, সাধন সাহা, আরিফুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা রকি, তুষার, এহসানসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ ।
মানববন্ধনে বক্তারা, সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন ও দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানান।