
মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট
মহাষ্টমী স্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা পাপ মোচনে তিতাস নদীতে তীর্থে ২৯ মার্চ বুধবার ভোর থেকে দল বেঁধে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার গোকর্ণঘাট তিতাস নদীতে অষ্টমী গঙ্গাস্নানে নেমেছে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ঢল। জেলার বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা গোকর্নঘাট তিতাস নদীর তীরে এসে সমবেত হয়।
প্রতিবছরের মতো এ বছরের চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হচ্ছে। নদীর পবিত্র জলে এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশপাশি দেশ জাতির কল্যানে তারা বিশেষ প্রার্থনা করেছে। এদিকে ঐতিহ্যবাহী এ গঙ্গাস্নানকে কেন্দ্র করে তিতাস নদীর তীর ঘেষে বসেছে বাঙ্গালীর ঐতিহ্য লৌকজ মেলা।
মেলায় নাগরদোলা, হরেক রকম বাহারী খাবার মুড়ি-চিড়া, মাঠা, মঠ, তিল্লাই,বাতাসা সহ মাঠির তৈরি হাড়ী,পাতিলসহ বিভিন্ন রকম বাহারী খেলনার দোকানের পসরার পাশপাশি হরেক রকমের মনোহরি দোকান সাজিয়েছে দোকানিরা। এ বছর অন্যান্য বছরের চেয়ে ভক্ত সমাগম অনেক বেশী।
Posted ১১:২৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।