মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 68 বার
আজ ১ জানুয়ারি (রোববার) ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী অদ্বৈত মেলা। ইউনির্ভাসেল মেডিকেল সার্ভিসের সহায়তায় তিতাস আবৃত্তি সংগঠন স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিনদিনব্যাপী মেলার আয়োজন করেছে।
তিনদিন ব্যাপী এ মেলায় থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান। এ বছর অদ্বৈত সম্মাননা পাবেন অদ্বৈত গবেষক অ্যাডভোকেট মানিক রতন শর্মা। আয়োজক সূত্রে জানা গেছে, আজ রোববার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী মেলার উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে সাংস্কৃতিক পর্বে প্রধান অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ। ২ জানুয়ারি সোমবার বিকেল ৪টায় ছড়া সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দূস। সাংস্কৃতিক পর্বে প্রধান অতিথি থাকবেন যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন।
৩ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
সাংস্কৃতিক পর্বে প্রধান অতিথি থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ এমপি।
এ ব্যাপারে তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মোঃ মনির হোসেন জানান, ২০১৩ সাল থেকে তারা ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মেলা করে আসছেন। করোনার কারণে গত দু’বছর মেলা বন্ধ ছিলো। তিনি বলেন, তিনদিনব্যাপী মেলা উপলক্ষে প্রস্তুতিও শেষ পর্যায়ে। প্রতিবছরের মতো এবারও একজনকে অদ্বৈত সম্মাননা দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক পর্বে দেশের স্বনামধন্য আবৃত্তিশিল্পীদের বাইরেও ভারত থেকে শিল্পীরা অংশগ্রহন করবেন।
বাংলাদেশ সময়: ৮:২৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel