• শিরোনাম

    ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী ভারতে পালানোর সময় গ্রেফতার

    মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | পড়া হয়েছে 46 বার

    ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী ভারতে পালানোর সময় গ্রেফতার

    apps

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পালানোর প্রস্তুতিকালে আল আমিন (৩৫) নামে এক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আল আমিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে। বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, আল আমিন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা আছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

    এরমধ্যে গত ১৭ মে একটি ইয়াবার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওসি আরো বলেন, আদালত কারাদণ্ডাদেশ দেওয়ার পর সে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে আসছিল। আজ বৃহস্পতিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সীমান্তবর্তী ইকরতলী গ্রামে অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আল আমিনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

    বাংলাদেশ সময়: ৬:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ