• শিরোনাম

    ব্রাহ্মণবাড়িয়ায় ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক

    মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 46 বার

    ব্রাহ্মণবাড়িয়ায় ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক

    apps

    ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। বুধবার ২৮ ডিসেম্বর দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-১৪।
    বিজ্ঞপ্তিতে আরোও জানা গেছে, মঙ্গলবার ২৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সদরের মালিহাতা সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা তাকে আটক করা হয়।
    র‌্যাব-১৪ সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে অন্যান্য সদস্যরা আসামি মোঃ ইমন (১৯) কে আটক করে। এসময় আসামির দখলে থাকা পিকআপ ভ্যানে তল্লাশী করে ২৪২ বোতল ফেন্সিডিল ও সাড়ে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
    মাদকসহ আটক আসামি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উওরপাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    বাংলাদেশ সময়: ১০:১৪ অপরাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ