মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 95 বার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ায় চিনাইর দয়াল বাবা খড়মশাহ্ ( রঃ) এর প্রথম খলিফা দয়াল বাবা জজু শাহ্ (রঃ) এর ২৭ তম বার্ষিক ওরশ মোবারক গত ২৮ জানুয়ারী ২০২৩ অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য দয়াল বাবা জজু শাহ্ (রঃ) এর প্রথম সন্তান বড় পীরজাদা মিজান চিশতি (রঃ) মাজার শরীফ,ও পীরজাদা মিজান চিশতির দ্বিতীয় সন্তান ডাঃ ইকবাল চিশতি (রঃ) এর মাজারসহ পাশাপাশি ৩ টি মাজার বিদ্যমান রয়েছে। এখানে যথাযথ মর্যাদায় পৃথক পৃথক তারিখে উক্ত মাজারের বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। দয়াল বাবা জজু শাহ্ “র দ্বিতীয় সন্তান গদিনশীল পীরজাদা ডাঃ মোঃ মিলন ভূঁইয়ার সভাপতিত্বে ২৭ তম বাৎসরিক ওরশ মোবারক যথাযথ নিয়মে কার্যক্রম শুরু হয়।
উক্ত ওরশ মোবারকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ্আলম ভূঁইয়া আলম,আইয়ুব নুর ভুইয়া, সাংবাদিক আলমগীর ওসমান ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য রিপন মিয়া,আকবর ভূঁইয়া, সাগর আহমেদ ভুইয়া,দুলাল ভূঁইয়া।
মাজার কমিটি পরিচালনায় ছিলেন ছাদেকুর রহমান ভূঁইয়া,ইমাম হোসেন ভূঁইযা, জাকির হোসেন ভূঁইযা,আক্তার হোসেন ভূঁইয়া, দেওয়ান হোসেন ভূঁইযা, সুমন ভূঁইযা, খুরশিদ মিয়া, জুয়েল মিয়া হেলাল মিয়া প্রমূখ। ওরশ মোবারকে ভক্ত আশেকানদের মাঝে তবারক বিতরন করা হয়।
উক্ত ওরশ মাহফিলে বাউল গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের সুনামধন্য প্রখ্যাত বাউল শিল্পী স্বর্ণালী সরকার,ও বাউল শিল্পী সোহেল দেওয়ান, ইউসুফ ফকির।
বাংলাদেশ সময়: ৮:২৩ অপরাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel