মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া : | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 73 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী চিনাইর গ্রামের ২৫, ২৬ ডিসেম্বর মরহুম এরশাদ আলী হাজী বাড়ি, রেল গেইট সংলগ্ন শাহান শাহে তরিকত হযরত দয়ালবাবা শাহ সুফি ডাঃ সুজাত আলিশাহ্ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে ২
দিনব্যাপী ৩৩ তম মহাপবিত্র ওরশ মোবারক অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
ওরস মোবারকে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডাঃ সুজাত আলী শাহর একমাত্র সুযোগ্য সন্তান,গদিনশীন পীরজাদা ডাঃ জাফর শাহ্ রহমাতুল্লাহ আলাইহি। মোনাজাতের মধ্যে দিয়ে ২৫ ডিসেম্বর শুরু হয়।
ওরশ মোবারকে আবুসমা সরদারের সভাপতিত্বে,
বিটু চৌধুরীর পরিচালনায় রাখেন বাউল গান কমিটির সভাপতি
অ্যাডভোকেট আশরাফুল হক সুমন,চিনাইর ডট কমের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক
আমজাদ হোসেন চৌধুরী রুনু, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য নেয়ামুল হক, এছাড়াও এলাকার গণমান্য ব্যক্তিবর্গগন বক্তব্য রাখেন। ওরশ মোবারকে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য
জাহাঙ্গীর ভূঁইয়া, হাবিব মিয়া,শাহ আলম মিয়া, মোস্তফা ভূইয়া, দিপু ভূঁইয়া, এনামুল হক,আলমগীর ভুঁইয়া, আতাউর রহমান, সাদুমিয়া, সদু মিয়া, শাহ আলম মোকলেছ মিয়া, আলী মিয়া, শফিক মিয়া, মাহবুব আলম, লিটন মিয়া,আমজাদ মোল্লা,বাবু ভূঁইয়া, আল আমিন,মাছুম মিয়া,হাকিম চৌধুরী, আরিফ চৌধুরী।
বিশিষ্ট জনদের মধ্য উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার,
সাংবাদিক মনিরুজ্জামান মনির, জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার আলমগীর ওসমান ভূঁইয়া,
সাংবাদিক জামির হোসেন।
ওরস মোবারকে বাউল গান পরিবেশন করেন দেশের প্রখ্যাত বাউল শিল্পী
মানিক দেওয়ান, শিরিন দেওয়ান,
কানন দেওয়ান ও শেফালী সরকার। ওরশ মোবারকে ২ দিন তবারক বিতরন করা হয়।
বাংলাদেশ সময়: ৭:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel