
নিজস্ব প্রতিবেদকঃ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। প্রথম ধাপে মাগুরা শ্রীপুর উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে শ্রীপুরের বরালিদহা গ্রামে ব্যতিক্রম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়া প্রতিক প্রাপ্ত এম. এম মোসতাসিম বিল্লাহ সংগ্রাম।
গত বৃহষ্পতিবার থেকে নির্বাচনি প্রচারণা অফিসে ৫ ধরনের সেবা প্রদান করা হচ্ছে। ভোটাররা ইচ্ছা করলেই পত্রিকা ও বই পড়তে পারবে। এছাড়া ভোটারদের ব্লাড প্রেশার মাপা, ডায়াবেটিস পরীক্ষা ও ওজন পরিমাপ করা সুযোগ রয়েছে। এসব সুবিধা সন্ধ্যার পরে প্রদান করা হচ্ছে। তৃষ্ণার্ত ভ্যানচালক পথচারীদের খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। জানা গেছে ৬ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।
Posted ৫:১৩ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।