প্রদীপ কুমার দেবনাথ | রবিবার, ২৪ মার্চ ২০২৪ | প্রিন্ট
নরসিংদী জেলার বেলাব প্রেসক্লাবের কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বেলাব উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান মোমেন।
রবিবার (২৪ মার্চ) বিকালে বেলাব প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী শরীফ উদ্দীন মোমেন অবহেলিত বেলাব উপজেলাকে আদর্শ উপজেলায় উন্নীত করে একটি স্মার্ট উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণ পরিবর্তন চায়। আমি চাই জনগণের উদ্দেশ্য সফল হৎক। অবকাঠামো, শিক্ষাসহ সকল ক্ষেত্রে বেলাবকে এগিয়ে নিতে চাই। তাছাড়া জনগণের সামাজিক নিরাপত্তা, উপজেলায় শান্তি, শৃঙ্খলা স্থাপনের দৃড় অঙ্গীকার করছি। আগামীতে স্মার্ট বেলাব গড়ার লক্ষ্যে আপনাদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের নির্বাচিত সাংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের রাজনৈতিক সচিব এ্যাড. মো. শহিদুল্লাহ শহিদ, নরসিংদী জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক। সভায় বেলাব প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের সাথে অতিথিবৃন্দ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
Posted ৯:২২ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।