
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ২৮ জুন ২০২৫ | প্রিন্ট
রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যের অবসানের লক্ষ্যে বেলাব উপজেলায় আলাদা সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকেলে বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের আয়োজনে উপজেলার বেলাব বাজার শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. ইসলাম উদ্দিন (সত্যবাদী), বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেলাব উপজেলা শাখার সভাপতি হাফেজ সামির আহমেদ, মুফতি আবুল কালাম জাকারিয়া, ছাত্রনেতা সাঈইদী হাসান নওফেল, মোহাম্মদ আলী অহিদুজ্জামান খান, খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কাঞ্চন, আওলাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বেলাব উপজেলার ভৌগোলিক অবস্থা, জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় একটি আলাদা সংসদীয় আসন হওয়া উচিত। বর্তমানে এটি নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের অংশ হলেও, দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র আসনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা।
কমিটি সরকারের সংশ্লিষ্ট বিভাগ, বিশেষ করে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার, জনসভা ও প্রচার কার্যক্রম চালানো হবে বলেও জানানো হয়।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।