
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর বেলাবো উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বৈচিত্র্যময় কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়, যা বাজার প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বাংলার সংস্কৃতি তুলে ধরেন।
পরে উপজেলা মাঠে আয়োজন করা হয় নানা ধরনের লোকজ ও গ্রামীণ খেলাধুলার প্রদর্শনী। বিশেষ আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং লোকসংগীত পরিবেশনা। উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা গান ও নৃত্যের মধ্য দিয়ে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল করিম, বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অংশ নেন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বেলাবোর গুণী ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আব্দুল করিম বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি। তাই এই নববর্ষে একে অপরের মঙ্গল কামনা করে দেশ ও সমাজের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে এধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।”
অন্যান্য বক্তারাও বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে আগামীর প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সারাদিনব্যাপী এই বর্ষবরণ অনুষ্ঠান বেলাবোবাসীর হৃদয়ে ছড়িয়ে দেয় নতুন বছরের আনন্দ আর ঐতিহ্যের উজ্জ্বল বার্তা।
Posted ৭:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।