সিরাজগঞ্জ প্রতিনিধি: টি এম এ হাসান | সোমবার, ০৫ জুলাই ২০২১ | প্রিন্ট
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বালু বোঝাই ট্রাকচাপায় সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) দুপুরের দিকে বেলকুচি উপজেলার চালা সাত রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার চালা বানিয়াপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে রাব্বি (১৩) ও সাব্বির (১০)। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে চালা সাত রাস্তার মোড় এলাকায় দুই ভাই দাঁড়িয়ে ছিল। এ অবস্থায় বালু ভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই ভাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।
Posted ২:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।