| শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শীর্ষ নৌ ডাকাত চর কোনাবাড়ী গ্রামের সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার।
স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার। পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তাদের মৃত্যু নিশিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শীর্ষ নৌ ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে খুন হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে বিস্তারিত বলা সম্ভব হবে।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।