• শিরোনাম

    বেলকুচিতে নগদ টাকাসহ ৯ জুয়াড়ি আটক

    টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ | শনিবার, ১৯ জুন ২০২১ | পড়া হয়েছে 118 বার

    বেলকুচিতে নগদ টাকাসহ ৯ জুয়াড়ি আটক

    apps

    : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকা থেকে অবশেষে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়েছে বেলকুচি থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার তামাই নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় এই ৯ জুয়াড়িকে আটক করা হয়। তারা দীর্ঘদীন হলো পুলিশের চোখ ফাকি দিয়ে এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিল। আটককৃতরা হলেন উপজেলার সুবর্ণপাড়ার মোঃ খোকন, মোঃ সেলিম (৩২), মোঃ রফিকুল ইসলাম (৪৫), মোঃ মইনুদ্দিন (৩৫), তামাইয়ের মোঃ শফিকুল ইসলাম (৫২), রেজাউল করিম (৪৪), তামাই নতুনপাড়ার মোঃ সজিব (২৭), নাগগাঁতি এলাকার শ্রী চঞ্চল (২৫) ও উত্তর চন্দনগাতীর মোঃ শহিদ (৩৩)। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা শনিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে তামাই এলাকায় জুয়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলাবস্থায় তাস ও নগদ ৪৭হাজার টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে তাদেরকে আদালতে প্রেরন করা হয়।

    বাংলাদেশ সময়: ১০:০৪ অপরাহ্ণ | শনিবার, ১৯ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ