
নিজস্ব প্রতিবেদক: | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | প্রিন্ট
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর শরি’আহ্ সুপারভাইজরি বোর্ডের ৬ষ্ঠ সভা ৩০ মে, ২০২৪, রোজ বৃহষ্পতিবার কোম্পানির প্রধান কার্যালয়স্থ বোর্ড রুমে মুফতি শাহ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, সি.এস.এ.এ.’র সভাপতিত্বে কোম্পানির চেয়ারম্যান ও শরি’আহ সুপারভাইজরি বোর্ডের সদস্য মোস্তফা আজাদ চৌধুরী, কোম্পানির পরিচালক আহমেদ আল ওয়ালী পিএইচডি, ফিকহ সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম সি.এস.এ.এ., এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
সভায় কোম্পানির শরি’আহ্ বাই লজ, শরি’আহ্ অপারেশন গাইডলাইন, ৩১ ডিসেম্বর, ২০২৩ শেষে কোম্পানির শরি’আহ্ বাস্তবায়নে অগ্রগতির প্রতিবেদন পর্যালোচনা এবং অনুমোদন করা হয়। কোম্পানির শরি’আহ্ বাই লজ এবং শরি’আহ্ অপারেশন গাইডলাইন পরবর্তীতে প্রয়োজনে সংশোধন করা যেতে পারে মর্মে সভায় সকলে ঐকমত্য পোষণ করেন। সভায় শরি’আহ্ বোর্ডের ফিকহ সদস্য মুফতি আব্দুল্লাহ মাসুম সি.এস.এ.এ “কোম্পানির শরি’আহ্ অগ্রগতি: সমস্যা ও চ্যালেঞ্জসমূহ” শীর্ষক একটি চমৎকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
উক্ত শরি’আহ্ সুপারভাইজরি বোর্ড সভায় আরোও উপস্থিত ছিলেন কোম্পানির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির প্রমুখ।
Posted ৫:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।