গাজীপুর প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 94 বার
দেশের স্বনামধন্য শিল্প কারখানায় কর্মস্থান সৃষ্টি লক্ষ্যে গাজীপুরে শুরু হচ্ছে চাকরীর মেলা। গাজীপুর জেলা প্রশাসন ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে আগামী ৭ ও ৮ জানুয়ারি দুই দিনব্যাপী “চাকরি মেলা” আয়েজন করেছে।
এবিষয়ে আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশানের ভাওয়াল সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
এ চাকরি মেলায় বেক্সিমকো টেক্সটাইল লি., স্কয়ার টেক্সটাইল মিলস লি., ফার্মাসিউটিক্যালস লি., নেসলে বাংলাদেশ লি., ওয়ালটন গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বাটা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপসহ ছোট-বড় প্রায় ৪০টির মতো প্রখ্যাত শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়াও সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য সম্বলিত স্টল থাকবে। সেখানে ওইসব শিল্প প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা চাকরী প্রার্থীদের সাথে দক্ষতা, অভিজ্ঞতা বিনিময় করবেন।
এছাড়া ক্যারিয়ার বাছাই, জীবন বৃত্তান্ত প্রস্তুতকরণ, উদ্যোক্তা হিসেবে কাজ করা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান করবেন। চাকরি ও ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা কিভাবে বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হবে।
এ মেলার মাধ্যমে কয়েক হাজার বেকাররে চাকরীর সন্ধান মিলবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: গিয়াসউদ্দীন মিয়া, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এবিএম ইসমাইল হোসেন খান, প্রফেসর মাসুদা সিকদার, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ৮:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel