• শিরোনাম

    বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন আব্দুল মতিন

    অনলাইন ডেস্ক মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১

    বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন আব্দুল মতিন

    apps

    সানিমুল আলম: নরসিংদীর মনোহরদী উপজেলার বীরআহম্মদপুর গ্রামের মুত হাজী আব্দুস সোবাহানের পুত্র আব্দুল মতিন বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখায় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে রথীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে গত ৩ জানুয়ারি আব্দুল মতিন কে বীর মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
    উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন বীরআহম্মদপুর গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি তরুণ প্রজন্মের বুকে ধারণের জন্যেই নির্মাণ করেছেন ‘মুক্তিযুদ্ধের বিজয় নিকেতন’ নামক একটি যাদুঘর। এই যাদুঘর মুক্তিযুদ্ধের ভয়াবহ ইতিহাসের কালের স্বাক্ষী হয়ে থাকবে। এই উদ্যোগ নি:সন্দেহে ব্যাপক প্রশংসার দাবী রাখে। এছাড়া তিনি বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন। তিনি ১৯৭১ সালে জীবন বাজি রেখে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘ বছর পর এই রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে আনন্দিত।

    বাংলাদেশ সময়: ২:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ