সাদেকুল ইসলাম পনির, গফরগাঁও | শুক্রবার, ৩০ জুলাই ২০২১ | প্রিন্ট
ময়মনসিংহের গফরগাঁওয়ের কৃতি সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। তিনি গতকাল বুধবার বিকালে ঢাকার বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ড. এস এ সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল শোক প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের বাড়িতে মরহুমের মরদেহ জাতীয় পতাকায় আবৃত করে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায়, গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Posted ৬:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।