শনিবার ২১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

বিসিএস সাধারণ  শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন এর  নির্বাচন–২০২৪

নিজস্ব প্রতিবেদক:   |   শুক্রবার, ১৪ জুন ২০২৪   |   প্রিন্ট

বিসিএস সাধারণ  শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন এর  নির্বাচন–২০২৪

বিসিএস সাধারণ  শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন এর  নির্বাচন–২০২৪ গত রোববার  ৯জুন অনুষ্ঠিত হয়। । নির্বাচনটি  খুবই প্রতিযোগিতাপূর্ন ও উৎসব মুখর পরিবেশে সারাদেশের সকল সরকারি কলেজ, শিক্ষা বোর্ড, দপ্তর, অধিদপ্তর এবং শিক্ষা ক্যাডার কর্মকর্তা কর্মরত সকল  প্রতিষ্ঠানে একযোগে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ন হয়। গত ১১জুন  নির্বাচিতদের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয় মেহেরবা প্লাজা, শিক্ষাবিদ ইন্সটিটিউট ঢাকায়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সদ্য সাবেক পরিচালক ( কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের  সহকারী পরিচালক( প্রশাসন)  জনাব তানভীর হাসান ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ( এনসিটিবি) উপসচিব (কমন) জনাব সৈয়দ মোস্তাফিজুর রহমান লিখন নেতৃত্বধীন বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতার চেতনা ও আর্দশ  এবং সমন্বিত  ঐক্যে উজ্জীবিত  প্যানেলে মনোনীত হয়ে নরসিংদীর কৃতী সন্তান জনাব আওলাদ হোসেন সরকার সহ- আইন সম্পাদক পদে  বিপুল ভোটে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ৪৫১১ যা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব আবু সৈয়দ মোহাম্মদ মুজিব অপেক্ষা ৫৭১ ভোট বেশি  ৷  জনাব আওলাদ হোসেন সরকার, ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১৬ সালে শিক্ষা ক্যাডারের যোগদান করেন। বর্তমানে তিনি  সরকারি বাঙলা কলেজ, মিরপুর ঢাকায়  পদার্থবিজ্ঞান বিভাগে কর্মরত আছেন।  ইতোপূর্বে তিনি ২০২২-২৪ মেয়াদে বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশনে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ, নোয়াখালীর  টিচার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ৩৪তম বিসিএস অল ক্যাডার এসোসিয়েশনের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি তাঁর নিজ বাড়ি নরসিংদীর মাধবদী থানাধীন পাকুরিয়া গ্রামে হাজী মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা বিস্তার ও মানবিক সমাজ গঠনে সামাজিক কর্মকান্ডে ভূমিকা পালন করেন। উল্লেখ্য,বাংলাদেশ  কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত)  প্রফেসর মো. মামুন উল  হক,সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন)  জনাব তানভীর হাসান, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন।

Facebook Comments Box

Posted ১০:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জুন ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1131 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins