নিজস্ব প্রতিনিধি | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত র্যালি শেষে মোরেলগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন । ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের বিভাগীয় সমন্বয়কারী এসএম সাইফুল ইসলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, বাগেরহাট প্রেস ক্লাবের সদস্য ও ভোরের দর্পণের জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, দৈনিক সংবাদ প্রতিনিধি গনেশ পাল, ঢাকা প্রতিদিন প্রতিনিধি এম পলাশ শরীফ প্রমুখ।
Posted ১:১৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।