
নবকণ্ঠ ডেস্ক | রবিবার, ০১ জুন ২০২৫ | প্রিন্ট
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত ১ম বিবিডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৩০ ও ৩১ মে ২০২৫, যেখানে দেশের ২৮টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত সাত কলেজ, স্বনামধন্য সরকারি কলেজসমূহ, বিভিন্ন মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ফরিদা ইয়াসমিন, উপদেষ্টা অধ্যাপক আয়শা আক্তার, এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো: আনোয়ার হোসেন। পুরো আয়োজনে দক্ষ পরিচালনায় ছিলেন বিবিডিএস-এর মডারেটর মোছা: খুজিস্তা আক্তারা বানু।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে [চ্যাম্পিয়ন দলের নাম], এবং রানার-আপ হয় [রানার আপ দলের নাম]। টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন [শ্রেষ্ঠ বিতার্কিকের নাম], এবং চূড়ান্ত প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক হন [চূড়ান্ত শ্রেষ্ঠ বিতার্কিকের নাম]।
আয়োজনে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মানিত শিক্ষকমণ্ডলী, যারা এই প্রতিযোগিতাকে সফল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এই আয়োজন দেশের শিক্ষাঙ্গনে যুক্তিবাদ, বিশ্লেষণ ও গণতান্ত্রিক মনোভাব বিকাশে এক নতুন দিগন্তের সূচনা করল বলেই মনে করেন সংশ্লিষ্টরা।
Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।