বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শ্রদ্ধা ভালবাসায় পাবনায় জেলহত্যা দিবস পালন করা হয়। বুধবার (০৩’ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কালো ব্যাচ ধারণ, কালো পতাকা উত্তোলন করেন। এরপর সকাল ১১ টায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশগ্রহন করেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়সমিন জলি, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগ নেতা চন্দন কুমার চক্রবর্তী, বিজয় ভুষণ রায়, মনির উদ্দিন আহমেদ মান্না, মোশারোফ হোসেন, সরদার মিঠু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, শাওয়াল বিশ্বাস, লিয়াকত তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা কৃষকলীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক তৌফিক উল আলম, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালী প্রমূখ। দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার খসরু পারভেজ ও অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ এম মনসুর আলী কলেজে দিবসটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালিত হয়। অধ্যক্ষ আব্দুস সামাদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গভনিং বডির সভাপতি সোহেল হাসান শাহীন এসব কর্মসুচীতে অংশগ্রহন করেন সহকারী অধ্যাপক মাকসুদা খুশি, আশরাফ আলী, প্রভাষক জাহাঙ্গীর ফিরোজ প্রমূখ।