শুক্রবার ১১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান কাজিপুরের তারাকান্দি উচ্চ বিদ্যালয়

আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ   |   বুধবার, ৩১ মে ২০২৩   |   প্রিন্ট

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান কাজিপুরের তারাকান্দি উচ্চ বিদ্যালয়

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ। ” শ্লোগানে সিরাজগঞ্জের কাজিপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা ফাইল রাউন্ড -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ দিনব্যাপী দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পাবনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কাজিপুরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বির্তক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত জেলা কার্যালয় পাবনা উপসহকারি পরিচালক মনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত।

৮ টি প্রতিষ্ঠানের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বির্তক প্রতিযোগিতায় যষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির শিক্ষার্থীর ৮টি দল অংশগ্রহণ করে। মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক আল আমিন এবং উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় তারাকান্দি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় উপজেলা পরিষদ আর্দশ একাডেমি। অতিথি বৃন্দ পরে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি নুরুল ইসলাম, আবু হেনা মোস্তফা কামাল রাজা, সদস্য আব্দুল্লাহ আল মামুন,মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, কাজিপুর আর ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার শাহা, গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবুন্দ ও ইউনিয়ন দুর্নীতি কমিটির সদস্য বৃন্দ।

Facebook Comments Box

Posted ৯:৪৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com