খন্দকার আমির হোসেন: | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে ৫ শ কারাবন্দী বিডিআর সদস্যকে মুক্তি ও ৫৭ সেনা কর্মকর্তা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে বিডিআর কল্যান পরিষদের নরসিংদী জেলা শাখা।
বুধবার (২৭ বুধবার) বেলা ১১ টার দিকে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটির অন্তত ২ শ সদস্য ও তাদের পরিবারের লোকজন।
মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি হাবিলদার আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির হোসেন, বিডিআর কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সম্বয়ক মাহবুব হোসেন মাহাবুব হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানবন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসা করে প্রায় ১৮ হাজার বিডিআর সদস্যকে চাকুরীচ্যুত করে। সেই সাথে এখনও ৫ শ বিডিআর সদস্য কারাবন্দি অবস্থায় আছে৷ কারাবন্দি থাকা বিডিআর সদস্যরা নির্দোষ উল্লেখ করে মানববন্ধন কারিরা ২০০৯ সালে পিলখানায় ঘটে যাওয়া হত্যাকান্ডের পুনরায় সুষ্ঠু তদন্তের দাবী জানান৷ এসময়, সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৭:২২ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।