| শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার: রবিবার থেকে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত এ সম্মেলন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। অপরদিকে, ভারত প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানা।
বৈঠকে বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিভাগ ও সংস্থার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিবেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বৈঠকে সীমান্ত হত্যা ছাড়াও মাদক চোরাচালান, নিষিদ্ধ ও ক্ষতিকারক ওষুধ এবং অস্ত্র-গোলাবারুদ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।