পাবনা প্রতিনিধি : | রবিবার, ২৭ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 58 বার
স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর অসমাপ্ত কর্মসূচিসহ অন্যান্য কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ০৮ ডিসেম্বর ২০২২ খ্রি. “বিজয়ের মাসের এই দিনে” শিরোনামে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৭ নভেম্বর-২০২২ খ্রি.) বিকেল ৩ টায় পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, স্থানীয় সরকার উপ-পরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আখতার, বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel