নিজস্ব সংবাদদাতা ভোলা | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 43 বার
বিজয়ের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার অকুতোভয়ী, দামাল, সাহসী বীর, মুক্তিযোদ্ধাদেরকে। যাদের কারণে পৃথিবীর মানচিত্রে জন্ম নিয়েছে বাংলাদেশ নামের একটি দেশের। তারা যদি নিজের জীবন বাজি না রেখে বঙ্গবন্ধুর ডাকে সেই ১৯৭১ সালে ঝাঁপিয়ে না পড়তো, তাহলে কখনো আমরা বাংলাদেশ স্বাধীন হতাম না। সারাজীবন আমাদেরকে থাকতে হতো পাকিস্তানিদের বন্দী দসার মধ্যে যাপন করতে হতো এক বিভীশিকাময় এক অন্ধকার এবং পরাধীন জীবন। আমাদের মুক্তিযোদ্ধারা কখনো জীবনের মায়া করেন নি। মৃত্যু নিশ্চিত জেনেও যারা এক মিনিটের জন্য পিছু পা হয়নি, বন্ধ করেন নি পাকিস্তানি হানাদার বাহিনীর উপর গুলি চালানো। এতো কিছুর পেছনে একটাই কারণ ছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজ তাদের ত্যাগ রক্ত আর জীবনের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। তাই বিজয়ের এই মাসে আবারও গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি আমাদের সেই মুক্তিযোদ্ধাদের। এমনটি বললেন ভোলা সদর উপজেলাধীন ভেলুমিয়ার সাবেক দুই বারের প্যানেল চেয়ারম্যান বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মহাসিন খাঁন।
বাংলাদেশ সময়: ৮:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel