মোঃ জহিরুল ইসলাম | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। জেন্ডার সমতা অর্জন ও নারীদের ক্ষমতায়ন ত্বরান্বিত করতে এবং বিপিএফএ-এর কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করতে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং ইউএন উইমেনের যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। দেশের নারী অধিকার বাস্তবায়নে বিভিন্ন সংস্থা ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রায় একশ নারী এতে অংশ নেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, নারীদের সকল কষ্টের সাথে পুরুষদের থাকতে হবে। সাইবার ভায়োলেন্স নিয়ে তিনি বলেন, এটি নিয়ে আরও ভাবতে হবে এবং কাজ করতে হবে। এটি যেন আমাদের শিশুদের জন্য ক্ষতির কারণ না হয়।
সট: শারমীন এস মুরশিদ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা।
Posted ২:৩০ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।