
ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
বিএমডিএ-তে শেখ রাসেল দিবস পালিত
সোমবার (১৮ অক্টোবর, ২০২১ ইং) ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে বিএমডিএ-তে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। শেখ রাসেল দিবস উপলক্ষে কেক কাটেন তিনি। এরপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালে ১৮ অক্টোবর ঢাকার ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার আদরের। “শেখ রাসেল দিবস” উপলক্ষে ভার্চুয়ালি পদ্ধতিতে বিএমডিএ‘র চেয়ারম্যান বেগম আখতার জাহান রাজশাহী বিভাগের পবা, নাটোর ও সাপাহার উপজেলা এবং রংপুর বিভাগের পীরগঞ্জ, বদরগঞ্জ ও কুড়িগ্রাম উপজেলায় ১০ হাজার তাল গাছের চারা রোপণ উদ্বোধন করেন। পরে বাদ যোহর শেখ রাসেলের জন্য বিএমডিএ জামে মসজিদে দোয়া করা হয়। সবশেষে শেখ রাসেল দিবস উপলক্ষে প্রধান কার্যালয়ে কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগনের সন্তানদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য, কবিতা আবৃতি, গান ইত্যাদি বিষয়ে অনুষ্ঠান হয়।
Posted ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।