• শিরোনাম

    বিএনপি সংসদে আসলো না কী থাকলো তাতে কিছু যায় আসে না – কৃষিমন্ত্রী

    মো: সোহেল রানা,টাঙ্গাইল প্রতিনিধি : | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 77 বার

    বিএনপি সংসদে আসলো না কী থাকলো তাতে কিছু যায় আসে না – কৃষিমন্ত্রী

    apps

    বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপির সংসদে আসলো না কী থাকলো তাতে কিছু যায় আসে না , এই ৭ জন এমপি না থাকলেও তাতে এক বছরে দেশ ভেঙ্গে পড়বে না, আকাশ ভেঙ্গে পড়বে না, তাদের যদি সু-মতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে তাহলে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা করবো। তাই বলা চলে যথা নিয়মে সংসদ চলবে।
    আজ সন্ধ্যায় টাঙ্গাইল পৌরসভা ও জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগদানের পূর্বে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
    মন্ত্রী আরো বলেন, ২০১৮ নির্বাচনের আগ পর্যন্ত তারা নির্বাচনে ছিলো না, এটা দুঃখ জনক। আমরা সব সময় বলি, একটি দেশের রাজনীতিতে বিরোধী দল থাকা খুবই প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকা দরকার কিন্তু কেউ যদি না থাকে সেখানে তো আমাদের কিছু করার নাই। জাতীয় পার্টি রয়েছে, ওয়ার্কার পার্টি রয়েছে। জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় রয়েছে। বিরোধী দল তো বিএনপি না, বিরোধী দলের নেতা হচ্ছে রওশন এরশাদ এবং উপনেতা হলেন জিএম কাদের। অতএব আমি মনে করি যে এই ৭ জন সংসদ সদস্য না থাকলে কোন সমস্যা হবে।
    তিনি আরও বলেন,বিএনপির ভাঙ্গা রেকর্ড চালায় যে সরকার পতন করবে। তারা ৮ থেকে ১০ বছর এই ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। তাদের একটা কথাই যে তারা তত্বাবদায়ক সরকার চায়। শেখ হাসিনা সরকারকে চায় না, নিরপেক্ষ সরকার চায়। এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না বিএনপি। আমি বিএনপিকে বলতে চাই, এই দেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকাকালীন সময়েই নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী দেশ চলবে ও নির্বাচন হবে। বিএনপি কী চায়লো না চায়লো সেই অনুযায়ী চলবে না।
    পরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হন। সভায় টাঙ্গাইল পৌর মেয়র সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন প্রমূখ।

    বাংলাদেশ সময়: ৮:৩২ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ