মোঃমাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর সংবাদদাতা | মঙ্গলবার, ০১ জুন ২০২১ | প্রিন্ট
ফরিদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস আহমেদ পাল ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১জুন) ভোর ৫টার দিকে তার নিজ প্রতিষ্টান ঢাকার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে তিনি সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ আসর ঢাকার গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার বাদ জহুর ফরিদপুরের সরকারী ইয়াছিন কলেজ মাঠে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে মুন্সিডাঙ্গি আফতাবউদ্দিন মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। বিএনপি নেতা ইলিয়াস আহমেদ পাল ফরিদপুরের একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। কর্মজীবনে তিনি মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ছাড়াও অনেক জনহিতকর কাজ করে গেছেন। তাঁর দাদা হাজি রহমত পাল একজন জমিদার ছিলেন। তিনি মরহুম আফতাবউদ্দিন পালের পাঁচ পুত্রের মধ্যে সেজো ছিলেন। এদিকে ইলিয়াস আহমেদ পালের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ন সম্পাদক নায়াব ইউসুফ, যুবদলের সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, বিএনপি নেতা জাফর হোসেন বিশ্বাস,এবিসিদ্দিক মিতুল,এমটি আক্তার টুটুল, মোঃ জাহাঙ্গির মিয়া, মোঃ আশরাফ হোসেন, এমদাদুল হক এমদাদ, মহানগর ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি ক্যাপ্টেন সোহাগ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।এক শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
Posted ৮:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।