নিজস্ব প্রতিবেদক: | শনিবার, ১৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে এগ্রিকালচারিস্টস’ এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এ্যাবের সম্মানিত আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সঞ্চালনা করেন প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন এ্যাব এবং কেআইবি র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদদের হৃদয়ের স্পন্দন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। আরো বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ আব্দুল্লাহ আল ফারুক, মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোসলেউদ্দিন ফারুক, সাবেক উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষিবিদ ড. মো: শাহজাহান, সাবেক সিএসও ও সাবেক মহাসচিব এ্যাব, কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার, সাবেক সহ-সভাপতি, শেকৃবি ছাত্র সংসদ,কৃষিবিদ আসাদুজ্জামান কিটোন, সাবেক সাধারণ সম্পাদক, কেআইবি ঢাকা মেট্রোপলিটন ও সদস্য এ্যাব, কৃষিবিদ সুমন
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।