• শিরোনাম

    বিএনপির পদযাত্রা ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত সিরাজগঞ্জ

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 57 বার

    বিএনপির পদযাত্রা ও আওয়ামীলীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত সিরাজগঞ্জ

    apps

    আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা ঘিরে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছিল। শনিবার সকালে সিরাজগঞ্জ-মুলিবাড়ি আঞ্চলিক সড়কের পাইকপাড়া এলাকায় বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

    এ সময় ১২টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়াও কয়েকটি দোকানপাট ও বসতবাড়িও ভাংচুর করা হয়। এ ঘটনার জন্য আওয়ামীলীগ ও বিএনপি একে অপরকে দায়ী করেছেন।

    এদিকে, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌ কাউন্সিলর শাহরিয়ার শিপু, এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, তাড়াশ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম আজম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    অপরদিকে, মটরসাইকেল ভাংচুর ও হামলার প্রতিবাদে বিকেলে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগ। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আবারও অতীতের মত চোরাগোপ্তা ও সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে বিএনপি। পদযাত্রার নামে সন্ত্রাসী যাত্রা কর্মসুচি পালন করেছে বিএনপি। এরপরই বাজার ষ্টেশন চত্বর মুক্তির সোপানে শান্তি সমাবেশ করে আওয়ামীলীগ।

    জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।

    জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিকে বিঘ্ন ঘটাতে পরিকল্পিত ভাবে আওয়ামী লীগ পাইকপাড়ায় হামলা চালিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এছাড়াও অন্যায় ভাবে সারা জেলায় ৩৮জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

    সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) সামিউল ইসলাম জানান, জেলার বিভিন্ন থানা পুলিশের অভিযানে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে এক বা একাধিক মামলা রয়েছে।

    বাংলাদেশ সময়: ৯:৪৯ অপরাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ