রিপোটার খোরশেদ আলম | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
গাজীপুরে বিউটি পার্লারের অফিসে আড়ালে চলছে জমজমাট অবৈধ দেহ ব্যবসা, বিউটি পার্লারের কর্মীকে দিনের পর দিন যৌনকর্ম করানোর অভিযোগ উঠেছে এক সংরক্ষিত মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে।গত রাতে পুলিশ বিউটি পার্লার থেকে ভুক্তভোগী এক কিশোরীকে উদ্ধার করে বাসন থানা পুলিশ। এ বিষয়ে মামলা হয়েছে তদন্ত চলছে।
সোমবার (১৫ ফেব্রæয়ারি) রাতে পুলিশ বিউটি পার্লার থেকে ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনার সত্যতা স্বীকার করে মামলা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, বিষয়টির তদন্ত চলছে। ভুক্তভোগী কিশোরী বলেন মোটা অঙ্কের বেতনের আশ্বাসে তাকে পার্লারে চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পার্লারে কাজের বদলে কাউন্সিলর তাকে জিম্মি করেই এ ব্যবসা করে আসছিলো। (১৬ ফেব্রæয়ারি) দুপুরে বাসন থানায় রোজী, নুরুল হকের নাম উল্লেখ সহ আরো ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী।
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে বাসন মেট্রোপলিটন পুলিশের অফিসার ইনচার্জ বলছেন, আইনানুগ ব্যব¯’া নেয়া হ”েছ।
ভুক্তভোগী কিশোরী দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নেত্রকোনার এই কিশোরীর গাজীপুরে কোন স্বজন না থাকায় অভিযুক্ত কাউন্সিলরের ভাড়া বাসায় থাকতেন।
Posted ৬:২৭ অপরাহ্ণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।