বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

বিআরটিএ রাজশাহী বিভাগীয় অফিস আয়োজিত আরএমপি’র সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী   |   সোমবার, ০২ জুন ২০২৫   |   প্রিন্ট

বিআরটিএ রাজশাহী বিভাগীয় অফিস আয়োজিত আরএমপি’র সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিআরটিএ, রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোজ সোমবার ০২ জুন ২০২৫ ইং তারিখ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে যাত্রা যাতে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। ফিটনেসবিহীন ও নিষিদ্ধ যানবাহনের মহাসড়কে চলাচল বন্ধ নিশ্চিত করতে হবে এবং এসব যানবাহন যাতে রাস্তায় নামতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
তিনি আরও বলেন, ঈদের সময় নিয়মিত যাতায়াতের বাহিরের অতিরিক্ত যানবাহন যেন শহরে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

এছাড়া, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহণ যেন না হয়, সেটিও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং মোবাইল কোর্ট পরিচালনাসহ সব নির্দেশনার বাস্তবায়নে আমরা কঠোরভাবে মনিটর করবো।
তিনি আরও বলেন জনসাধারণের আন্তরিক সহযোগিতায় একটি নিরাপদ ও সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিত করতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের সভায় গত সভার সিদ্ধানসমূহের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ‑পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মো: নূর আলম সিদ্দিকী ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সিনিয়র সহকারী কমিশনার মো: মাহমাদুল হাসান, সড়ক বিভাগ, রাজশাহীর সহকারী প্রকৌশলী জনাব মো: আব্দুল হালিম, এলজিইডির সহকারী প্রকৌশলী জনাব মো: মোস্তাসির রহমান।
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিওর প্রতিনিধি এবং পরিবহণ মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকেই অংশগ্রহণ করেন

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins