মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
ঢাকার ধামরাইয়ে ঠিকাদারের অবহেলায় সড়কের পাশের গাছ কাটার সময় চলন্ত সিএনজি অটোরিকশার ওপর পড়ে বৃষ্টি রাণী ঘোষ (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবাসহ গুরুতর আহত হয়েছেন আরও আটজন।এ ঘটনার পরপরই গাছ কাটার শ্রমিকরা সেখান থেকে পালিয়ে যায়। সোমবার (২৭শে ডিসেম্বর) ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের সাটুরিয়া -কালামপুর আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ’দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী বৃষ্টি রানী ঘোষ মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম ইউনিয়নের নিরঞ্জন ঘোষের মেয়ে। বৃষ্টি রানী ঘোষ কাটিগ্রাম বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এস,এস-সি পরীক্ষার্থী। নিহত বৃষ্টি রানীর আত্নীয় মামা সূত্রে জানা যায়, সোমবার বিকেলের দিকে ডাক্তার দেখানোর জন্য তার বাড়ি (বৃষ্টির মামা বাড়ি) থেকে অটোরিক্সা যোগে খাগুরতা এলাকায় পৌঁছলে সড়কের পাশে কর্তনরত একটি গাছ তাদের চলন্ত সিএনজি অটোরিক্সার উপর পড়ে এতে ঘটনাস্থলেই এ’গাড়ির যাত্রী স্কুল ছাত্রী এসএস-সি পরীক্ষার্থী বৃষ্টি রানী ঘোষ প্রাণ হারান। এছাড়াও অটোরিক্সায় থাকা আরো আটজন গুরুতর আহত হয়।এদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে বলে জানা যায়।
Posted ৬:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।