শনিবার ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

বাহিনীর মূল চেতনাকে ধারণ করে কাজ করে যেও: মির্জা সিফাত-ই-খোদা

 টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ:   |   শনিবার, ২৬ জুন ২০২১   |   প্রিন্ট

বাহিনীর মূল চেতনাকে ধারণ করে কাজ করে যেও: মির্জা সিফাত-ই-খোদা

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” প্রতিপাদ্যকে ধারণ করে জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নের পথে নিবেদিত বাংলাদেশের সর্ববৃহৎ বাহিনী আনসার ও ভিডিপির সিরাজগঞ্জ জেলা অফিস কতৃক আয়োজিত অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রাপ্তদের বাহিনীর লক্ষ্য কে বুকে লালন করে দেশ ও নিজেকে তৈরির যে আত্মবিশ্বাস ও প্রত্যয় সৃষ্টি হয়েছে সেই প্রত্যয় ও কক্ষ্য নিয়ে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন বাহিনীটির সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় বাহিনীর সিরাজগঞ্জ কার্যালয়ের মিলনায়তন কক্ষে অস্ত্রসহ ২১দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি। তিনি বলেন, আমি আশা করছি যারা প্রশিক্ষণ সম্পুর্ণ করলে তারা অবশ্যই এই বাহিনীর মূল চেতনাকে লক্ষ্য ধরে নিয়ে জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাবে। তোমরা এখানে নিজ হাতে অনেক কাজ করতে শিখেছো যেটার চর্চা ধরে রাখবে। আমরা যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব সেটা ভিতর থেকে অনুভব করে দেশ ও জনগণের জন্য কিছু করতে হবে এই লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে। সততার কোনো বিকল্প নেই ও সৎপথে উপার্জনের পরামর্শ দিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্যে তিনি বলেন, ভালো কাজের ও সৎভাবে আয় করার মাঝে যে আনন্দ ও তৃপ্ততা আছে সেটা অনুভব করে সততার সাথে কাজ করতে হবে এবং সাফল্যের জন্য পরিশ্রম ও সততার বিকল্প নেই। জীবনে ভালো থাকার জন্য অনেকবেশি কিছুর প্রয়োজন হয়না উল্লেখ করে তিনি বলেন, চাহিদা কমিয়ে ত্যাগ করা শিখতে হবে। প্রশিক্ষণ শেষ করে যেয়ে মা-বাবা সহ পরিবারের সবাইকে সকল কাজে সহযোগিতা করারও আহবান জানান তিনি। এছাড়াও বেকার না থেকে যেকোনো ভালো কাজে নিজেকে সম্পৃক্ত রাখার আহবান জানিয়ে বলেন, তোমরা কিছু না কিছু ভালো কাজের মধ্যে থাকবে, যার ফলে তুমি আয়ের পাশাপাশি কাজেও এগিয়ে যাবে। বাহিনীর সদর উপজেলা কর্মকর্তা মো. গোলাম মওলা’র সঞ্চালনায় সার্কেল কমান্ড্যান্ট মো. সোহেল রানা’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিন, ঢাকা পোস্ট ও দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ ও তার সহধর্মিণী নিপা ঘোষ। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, তোমরা নিসন্দেহে অনেক ভালো কিছু শিখেছো। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তোমরা এটা অর্জন করেছো। কিন্তু আমার চাওয়া টা হলো এই অর্জন ও শিক্ষা গুলোকে ধরে রাখতে হবে। তোমরা এটাকে ধারণ করে প্রান্তিক জনগণের জন্য কাজে লাগাবে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সামাজিক সমস্যাগুলোকে চিহ্নিত করে এর সমাধানে কাজ করবে। নিজেরা সচেতন হয়েছো এখন তোমরা প্রান্তিক জনগণের মাঝে সচেতনতা তৈরি করবে। এগুলো আজ থেকে তোমাদের নতুন দায়িত্ব শুরু হলো এবং সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাবে বলেই আমার বিশ্বাস। সার্কেল কমান্ড্যান্ট মো. সোহেল রানা বলেন, সর্বমোট ৮৭জন সদস্য অস্ত্রসহ ২১দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আগামীকাল তারা সনদ পাবেন। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে কয়েকজনকে মেধার ভিত্তিতে পুরষ্কৃত করা হয়।

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins