
রাহিমা আক্তার রিতাঃ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার পোকামাকড়ের সংগনিরোধ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কীটতত্ত্ব বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে। ফিড দি ফিউচার বাংলাদেশ আইপিএমএ এর সহযোগিতায় এবং ইউএসএআইডি মিশন, বাংলাদেশ এর অর্থায়নে আয়োজিত তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) এ প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বারি’র কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত এর সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (উদ্ভিদ সংগনিরোধ উইং) ড. মো. রেজাউল করিম। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ড. রনগোস্বামী মুনিআপ্পান (উৎ. জধহমধংধিসর গঁহরধঢ়ঢ়ধহ), প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ফিড দি ফিউচার বাংলাদেশ আইপিএমএ, ভার্জিনিয়া টেক এবং
ড. গুরু ঘোষ (উৎ. এঁৎঁ এযড়ংয), ভাইস-প্রেসিডেন্ট ফর আউটরিচ এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভার্জিনিয়া টেক।
Posted ৫:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।