রাহিমা আক্তার রিতাঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর চলমান গবেষণা কার্যক্রম জোরদার ও গতিশীল করার লক্ষ্যে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ সংক্রান্ত কর্মশালা আজ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ রবিবার মহাপরিচালক মহোদয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের যুগ্ম সচিব রেহানা ইয়াছমিন। এসময় বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. মহি উদ্দিন এবং অন্যান্য সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৪:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel